নিরপরাধ মানুষকে হত্যা করে বেহেস্ত নয়, দোযখ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

নিরপরাধ মানুষকে হত্যা করে বেহেস্ত নয়, দোযখ

imagesসুরমা মেইল নিউজ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের ইসলামের দোহাই দিয়ে জঙ্গি বানানো হচ্ছে। হত্যা করলে যাওয়া যাবে ধর্মের এমন বিভ্রান্তিকর ব্যাখা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ধ্বংস করা হচ্ছে। নিরপরাধ মানুষকে হত্যা করে বেহেস্ত নয়, দোযখে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের দোওজ গ্রামে জাতীয় নেতা ‘সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও সুরঞ্জিত সেন গুপ্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন- আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করুন। পাশাপাশি সন্তানের আচরণ পরিবর্তনে সংশোধনের চেষ্টা করুন।

পিতা-মাতার উদ্দেশে তিনি বলেন- আপনাদের সন্তানকে স্নেহ-মায়া মমতায় পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখুন। এতে তারা বিভ্রান্ত ও বিপদগামীতা থেকে দূরে থাকবে। একই সঙ্গে মেধাবী যুবকরা যাতে বিভ্রান্ত ও বিপদগামী না হতে পারে সে জন্য দেশের আলেম ওলামাদেরকে ইসলামের সঠিক ব্যখ্যা দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ ছাড়াও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন- দেশিয় মূল্যবোধসহ নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা ও জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ তৈরি করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

তিনি আরো বলেন- পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব বেড়েছে। জার্মানিতে ৮০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিচ্ছে, পৃথিবীর অনেক উন্নত দেশে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিয়ে পড়ছে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে যেমন চাকরির বা কর্মসংস্থানের নিশ্চয়তা বেশি রয়েছে।

তা ছাড়াও দুর্গম হাওরাঞ্চলের উন্নয়নের বিষয়ে নাহিদ বলেন, হাওর এলাকায় বর্ষায় চলাচলের সমস্যা, শিক্ষার্থীদের উপস্থিতির সমস্যার কথা চিন্তা করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জন্য পৃথক শিক্ষা ক্যালেন্ডার করার কাজ চলছে। এই অঞ্চলের শিক্ষার্থীরা যাতে, অন্যান্য অঞ্চলের সমান পাঠদান করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে এবং আইন, বিচার ও সংসদীয় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সচিব মোয়াজ্জেম হোসেন ফিরাজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, অ্যডভোকেট সোহেল আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সামছুল ইসলাম, শাল্লা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আল আমিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com