সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
সুরমা মেইল. রাজনীতি ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “ইসি নিরপেক্ষতা দেখাতে গিয়ে বিএনপির প্রতি বেশি সদয় হচ্ছে। আর আমাদের ওপর নির্দয় হচ্ছে।”
বৃহস্পতিবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে করে মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। প্রতিনিধি দলে আরো ছিলেন, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দীপু মণি, বি এম মোজাম্মেল হক ও আফজাল হোসেন।
এর আগে মঙ্গলবার হানিফ অভিযোগ করেছিলেন, বিএনপির প্রতি সহানুভূতিশীল আচরণ করছে ইসি।
এবার আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পৌর নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের দলের প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। আর বিএনপি সুযোগ-সুবিধা বেশি পাচ্ছে।
ইসিকে সবার প্রতি একই ধরনের আচরণ করার আহ্বান জানান হানিফ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি