নিরপেক্ষতা দেখাতে গিয়ে বিএনপির প্রতি বেশি সদয় হচ্ছে : হানিফ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

নিরপেক্ষতা দেখাতে গিয়ে বিএনপির প্রতি বেশি সদয় হচ্ছে : হানিফ

Hanif

 

সুরমা মেইল. রাজনীতি  ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “ইসি নিরপেক্ষতা দেখাতে গিয়ে বিএনপির প্রতি বেশি সদয় হচ্ছে। আর আমাদের ওপর নির্দয় হচ্ছে।”

বৃহস্পতিবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে করে মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। প্রতিনিধি দলে আরো ছিলেন, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দীপু মণি, বি এম মোজাম্মেল হক ও আফজাল হোসেন।

এর আগে মঙ্গলবার হানিফ অভিযোগ করেছিলেন, বিএনপির প্রতি সহানুভূতিশীল আচরণ করছে ইসি।

এবার আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পৌর নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের দলের প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। আর বিএনপি সুযোগ-সুবিধা বেশি পাচ্ছে।

ইসিকে সবার প্রতি একই ধরনের আচরণ করার আহ্বান জানান হানিফ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com