সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
বিনোদন ডেস্ক : যাত্রা শুরু করল নতুন সিনেমা ‘আমি শুধু তোর হবো’। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর মান্না অডিটরিয়ামে সিনেমাটির সরগরম মহরত অনুষ্ঠিত হলো।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্র নায়ক নিরব। নিরবের বিপরীতে রয়েছের লাক্স তারকা জাকীয়া বারি মম। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রফিক শিকদার।
ছাবিটি নিয়ে অভিনেতা নিরব বলেন, এর আগেও রফিক শিকদারের সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে। এবার তাঁর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। এছাড়া এবার সাথে থাকছেন মম। মম’র অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমাদের রসায়ন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি মনে করি।
নিরব আরো বলেন, যত প্রতিকূলতাই আসুক আমরা চেষ্টা করবো আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষা করতে। এজন্যে আমাদের দরকার ভালো গল্প। তিনি আশা করেন, ‘আমি শুধু তোর হবো’ ছবিটি দর্শকদের নতুন করে হলমুখী করবে।
ছবিটি’র মিডিয়া পার্টনার আরটিভি ও বিডিটুয়েন্টিফোর লাইভডটকমের প্রশংসা করে তিনি বলেন, দেশীয় সংস্কৃতি রক্ষায়
গণমাধ্যমের ভূমিকা অনেক। দেশে ভালো ছবি তৈরি হলেই হবে না, দর্শকদের হলমুখী করতে ইতিবাচক প্রচারণা চালানোর প্রত্যাশা করেন নিরব।
রফিক শিকদার নতুন এই ছবি প্রসঙ্গে বলেন, আমার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। এ ছবিতে মমকে চুক্তিবদ্ধ করা হয়েছে। ২৫ জুলাই থেকে পাবনার মানসিক হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, জজ কোর্টসহ বিভিন্ন জায়গায়
টানা ১৫ দিন শুটিং করবো। আশা করি ভালো একটি কাজ হতে যাচ্ছে।
‘আমি শুধু তোর হবো’ ছবিটি নিয়ে মম বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম নীলিমা। গল্পটা ভালো লেগেছে। আমার নায়কের চরিত্রের নাম অমিত। অমিত ও নীলিমার রসায়ন দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। আশা করি ভালো
কিছুই হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও সিনেমাটির কলা-কুশলীরা উপস্থিতি ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি