সুরমা মেইলঃ খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, ফতুল্লায় প্রস্তুতিম্যাচ দিয়ে বাংলাদেশে মাসব্যাপী সফর শুরুর কথা থাকলেও পরিকল্পনা অনুযায়ী তা এগোবে না।
নিরাপত্তাজনিত কারণে পূর্ব-নির্ধারিত এ সফর স্থগিত হওয়ায় সাদারল্যান্ড ‘গভীর হতাশা’ও প্রকাশ করেছেন।
সংবাদটি মোট এ পর্যন্ত পড়া হয়েছে :
৬৪৯