নিরাপত্তায় সন্ত্রাস-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৬

নিরাপত্তায় সন্ত্রাস-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি : ডিএমপি কমিশনার

d9e593edf8a52a00811d8a9c469d14d8-576bba8160999

সুরমা মেইল নিউজ : নাগরিকদের নিরাপত্তায় ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে পুলিশ গুলি চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।  দায়িত্ব পালন করতে গিয়ে যদি পুলিশ আক্রান্ত হয়, তখন আত্মরক্ষার জন্য তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষই আহত-নিহত হতে পারে। এটিকে  ক্রসফায়ার বলা যাবে না। বৃহস্পতিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নগরবাসীর জান-মালের নিরপত্তায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে পুলিশকে গুলি করতে বলা হয়েছে। দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।

গুলির নির্দেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কিছুদিন আগেও ব্যাংকের সামনে পাহারা দিতে হতো। পুলিশ সতর্ক থাকায় এখন সেগুলো হচ্ছে না। তারপরও এ ধরনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলে প্রয়োজনে পুলিশ গুলি চালাবে। জান ও মাল রক্ষার্থে পুলিশ প্রয়োজনে গুলি ছুড়তে পারবে বলেও আইনে বলা রয়েছে।

যানজট নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ঢাকার ভেতরের বাস ডিপোগুলো বাইরে নেওয়া হলে যানজট অনেকাংশে কমে যাবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com