নিষিদ্ধ প্রেমের গল্পে সিমলা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

নিষিদ্ধ প্রেমের গল্পে সিমলা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সিমলার প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’। প্রয়াত গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত এ ছবিতে ভিন্নরূপে বড় পর্দায় হাজির হয়েছিলেন সিমলা। প্রথম ছবিতেই বাজিমাত করা এ অভিনেত্রী সম্প্রতি রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে নতুন লুকে হাজির হচ্ছেন। এরইমধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে।

ছবিটি নিয়ে সিমলা বলেন, এ ছবিতে অসম এক প্রেমের গল্পের প্রধান চরিত্রে দেখা যাবে আমাকে। ছবিতে আমি একজন ফ্যাশন ডিজাইনার। চরিত্রের নাম মারিয়া।

আমার চেয়ে বয়সে কম কলেজপড়ুয়া এক ছেলের প্রেমে পড়াসহ নানা বিষয় তুলে ধরেছেন পরিচালক। বর্তমানে এ ছবিটির কাজ অনেকখানি এগিয়েছে। শুধু গানসহ কিছু দৃশ্যধারণের কাজ বাকি রয়েছে। ছবিটি নির্মাণের পর থেকে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়।

তবে এ ছবিটির বিষয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, আমাদের দেশে তরুণ প্রজন্মের গল্প নিয়ে তেমন ছবি নির্মাণ হয় না। আমি এ ছবিতে কলেজপড়ুয়া এক তরুণের তার চেয়ে বেশি বয়সী এক নারীর প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছি।

এছাড়া তরুণ-তরুণীদের নানা সমস্যার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছবিটি বেশি পছন্দ করবেন। জুনে এ ছবির কাজ শেষে সেন্সরে জমা দেয়ার ইচ্ছে রয়েছে। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে সিমলার বিপরীতে কলেজছাত্র নিশোর ভূমিকায় দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনকে। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লীনা, প্রদীপ, বাপ্পি দত্ত, শিমুল খান, বাদল, মুসা প্রমুখ। ছবির গল্প, চিত্রনাট্য ও গানগুলো লিখেছেন আনুশ নিজেই। আবিদ রনির সংগীতায়োজনে ছবিতে মোট গান থাকছে চারটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com