নিহত জঙ্গি আব্দুর রহমানের স্ত্রী ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

নিহত জঙ্গি আব্দুর রহমানের স্ত্রী ১০ দিনের রিমান্ডে

Manual1 Ad Code

download-4সুরমা মেইল ডেস্ক :: সাভারের আশুলিয়ায় বসুন্ধরা টেক এলাকায় র‌্যাবের অভিযান চলাকালে পালাতে গিয়ে পড়ে নিহত নব্য জেএমবির অর্থদাতা আব্দুর রহমান ওরফে আইনুল হকের স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার রাত পৌনে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

Manual2 Ad Code

ওসি জানান, এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র‌্যাবের দায়ের করা অস্ত্র, সন্ত্রাস দমন ও অপমৃত্যুসহ তিনটি মামলার প্রধান আসামি জেএমবি নেতার স্ত্রী শাহনাজ আক্তার রুমিকে আদালতে পাঠানো হয়। এসময় আব্দুর রহমানের তিন শিশু সন্তানদেরও আদালতে পাঠানো হয়। তবে আদালত তাদেরকে সেইফ হোমে পাঠাতে বলেছে।

Manual2 Ad Code

গত শনিবার জঙ্গি অর্থদাতা এক জেএমবি নেতা আশুলিয়ার বসুন্ধরা এলাকায় মৃধা ভিলার পঞ্চম তলায় সপরিবারে গত ছয় মাস ধরে অবস্থান করছেন এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে লাফিয়ে পড়ে আহত হন ‘জঙ্গি’ আব্দুর রহমান। পরে রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে আব্দুর রহমানের ফ্ল্যাট তল্লাশি করে নগদ ৩০ লাখ টাকা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ‘জিহাদি’ বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code