সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : নেইমার দ্য সিলভাকে নিয়ে বার্সেলোনা ও ব্রাজিলের মধ্যকার ‘যুদ্ধ’টা শুরু হয়েছিল আগেই। আপাতত সেই যুদ্ধে জয়ী হয়েছে বার্সা! চলতি বছরে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়রা যখন খেলবেন কোপা আমেরিকায়, তখন নেইমার খেলবেন বার্সার হয়ে। হ্যাঁ, বার্সার জন্যই দলের সেরা খেলোয়াড় ও অধিনায়ক নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দুই সংস্থার সমঝোতার ভিত্তিতে নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কারণে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে ধন্যবাদ জানাতে ভুল করেনি বার্সা শিবির। স্প্যানিশ ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, এফসি বার্সেলোনা ধন্যবাদ জানাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে এবং এর সভাপতি মারকো পোলো দেল নেরোকে। কারণ ক্লাবটির পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল, তা গ্রহণ করেছে। আগামী ৩ থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলা অলিম্পিক গেমসে খেলবেন নেইমার। তবে ৩ থেকে ২৬ জুন পর্যন্ত চলা কোপা আমেরিকা থেকে তাকে নিষ্কৃতি দেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি