নেদারল্যান্ডসের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

নেদারল্যান্ডসের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
hasina
সুরমা মেইলঃ ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিজি-১০২৭ নং ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

নেদারল্যান্ড পৌঁছার আগে প্রধানমন্ত্রীর আবুধাবিতে যাত্রাবিরতি করবেন। ফ্লাইটটি নেদারল্যান্ডসের স্থানীয় সময় রাত ৯টায় আমস্টার্ডম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে পৌঁছানোর কথা রয়েছে।

স্কিফল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগ-এ যাবেন।

এই সফরে ১৯ সদস্যের একটি ব্যবসায়ী  প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

সফর চলাকালে প্রধানমন্ত্রী  ৪ নভেম্বর সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।  এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে তার রাজপ্রাসাদে সাক্ষাৎ করবেন।

সাক্ষাতের পর ওই দিনই প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ব-দ্বীপ অঞ্চল পরিদর্শন করবেন। এরপর জাহাজযোগে পোতাশ্রয় পরিদর্শণে ফিউচারল্যান্ড যাবেন।

সফর শেষে ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com