নৌকাডুবির ৩৪ ঘণ্টা পর ৪ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

নৌকাডুবির ৩৪ ঘণ্টা পর ৪ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

downloadসুরমা মেইল ডেস্ক :: নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ৩৪ ঘণ্টা পর নিখোঁজ ৪ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন পশু ব্যবসায়ী রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হাকিম, ফরিদ মিয়া, বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকায় মেঘনায় মরদেহগুলো ভেসে উঠে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রায়পুরার চরমধুয়া এলাকায় মেঘনা নদীতে চারটি মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহত চার ব্যবসায়ীর স্বজনরা মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যান।

এদিকে মরদেহগুলো দাফনের জন্য জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, ২০ কেজি চাল ও উপজেলা প্রশাসন ৫ হাজার করে টাকা বিতরণ করেছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নুরুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে ব্রা‏হ্মনবাড়ীয়ার নবীনগরের বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ভেলুয়ার চর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত এই নৌকাটি।

এসময় ৪০ জন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৪ জন পশু ব্যবসায়ী নিখোঁজ হন। পানিতে ডুবে যায় নৌকায় থাকা পশুগুলো। পরে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com