নৌকা শুধু আমার নয়, সমস্থ বাঙ্গালী জাতীর : জয়া সেন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

নৌকা শুধু আমার নয়, সমস্থ বাঙ্গালী জাতীর : জয়া সেন

দিরাই প্রতিনিধি :: প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত বলেছেন, আমাকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন শেখ হাসিনা। তাঁর এ উপহারকে আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো। তাই আসুন সকল বেদাবেদ ভুলে নৌকাকে বিজয়ী করি। নৌকা শুধু আমার নয়, তা আওয়ামীলীগের, শেখ হাসিনার, সমস্থ বাঙ্গালী জাতীর।

সুনামগঞ্জের-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচন উপলক্ষে দিরাইয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন। উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার দুপুর ২টায় পৌর সদরের বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তকে আপনারাই তৈরী করেছিলেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারাই নিয়ে গিয়েছিলেন। তাই আপনাদের প্রতি সম্মান দেখিয়েই প্রধানমন্ত্রী আসন্ন উপ নির্বাচনে আমাকে দলীয় প্রার্থী ঘোষনা করেছেন।

তিনি আরো বলেন, আমার স্বামী প্রয়াত নেতা তিনি মানুষ ছিলেন, মানুষ হিসেবে আমরা কেউই ভূল ভ্রান্তির উর্ধে নয়, তাই উনারও ভুল থাকতে পারে, উনার স্ত্রী হিসেবে আমি ক্ষমা প্রার্থী। আপনারা দয়াকরে উনার ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখে, সকল দুঃখ কষ্ট ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. জয়া সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত।

বক্তব্য রাখেন, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, সিলেট সহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শোশাররফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড, অভিরাম তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, এওর মিয়া, ইয়াহিয়া চৌধুরী, যুবলীগের রঞ্জন রায়, জুয়েল মিয়া, মোহন মিয়া, ছাত্রলীগের অসিম তালুকদার, উজ্জল মিয়া, আল মামুন, মান্না তালুকদার লিমনসহ উপজেলার প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মহিবুর রহমান মানিক এমপি বলেন, আওয়ামীলীগে থেকে আওয়ামীলীগের ক্ষতি স্বাধনের জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী তাদেরকে কঠুরভাবে বলে দিলেও তারা উনার কথা অমান্য করে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা কেন্দ্রীয় নেত্রী বৃন্দকে বিষয়টি অবগত করবো।

সুরঞ্জিত পুত্র সৌমেন সেন বলেন, আপনাদের উচচ্ছাস উদ্বিপনাই প্রমান করছে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com