ন্যান্সির কণ্ঠে লোকগীতি

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

ন্যান্সির কণ্ঠে লোকগীতি

aa5303c571616f4f282bdc31632b20e1-d9e1215045122d3494c0f1665b69a593-nan2

সুরমা মেইলঃ সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ন্যান্সি । ‘মনের ভেতরে মনের বাহিরে, তুমি ছাড়া আর কেহ নাই’-এমন কথার গানটি লিখেছেন শাহ আলম সরকার। ‘অঙ্গার’ ছবির এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়, লোকগান কিংবা ভাওয়াইয়া গানের আলাদা একটা ছক আছে। এসব গানে এমন কিছু কারুকাজ আছে যা অন্য অনেক গানে নেই। আমার যেহেতু এর আগে কোনো লোকগান গাওয়ার অভিজ্ঞতা ছিল না, তাই এমন একটি গান গাওয়ার প্রস্তাব পেয়ে বেশ খুশি হয়েছিলাম। গানটি গেয়েও আমি খুব মজা পেয়েছি। নতুন একটা অভিজ্ঞতা হলো।’
গানের জগতে পা রাখার সময়ের হিসেবে দশক পেরিয়েছেন ন্যান্সি । এ দীর্ঘ সময়ে রোমান্টিক ঘরানার গানেই সবাই তাঁকে বেশি দেখেছেন। মাঝে-মধ্যে অবশ্য নজরুল সংগীতও গাইতে দেখা গেছে তাঁকে। তবে এবারে ন্যান্সি কণ্ঠ দিলেন লোকগানে; তাও আবার চলচ্চিত্রে। ন্যান্সি নিজেও বোধ হয় এই ভিন্নতা টের পেয়েছেন স্পষ্ট করে। তাঁর কথাতেও ফুটে উঠেছে সেটা। ন্যান্সি বললেন, ‘এবারে একেবারেই অন্য ধরনের একটি গান গাইলাম। যা এর আগে কখনোই গাওয়া হয়নি।’ এ ধরনের গান গাইতে পেরে ন্যান্সি বেশ আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com