ন্যাশনাল লীগ দিয়েই মাঠে ফিরবেন আশরাফুল!

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

ন্যাশনাল লীগ দিয়েই মাঠে ফিরবেন আশরাফুল!

images (3)স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবেই গণ্য করা হতো তাঁকে। ক্রিকেট ইতিহাসে সবথেকে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর নাম মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন একসময়ের মাঠ মাতানো এ তারকা ক্রিকেটার।

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে বোর্ডের অধীনে চলতি বছরের ১৩ আগস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। আগামী ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল) টুর্নামেন্ট হতে পারে। ন্যাশনাল লীগ দিয়েই হবে আশরাফুলের নতুন অভিষেক।

ক্রিকেটে ফেরা নিয়ে আশরাফল বলের, আমি খুব লাকি যে, আমি আবার খেলার সুযোগ পাচ্ছি। প্রায় ২ বছর ১০ মাস অপেক্ষা করছি কবে এ দিনটা আসবে। আগামী আগষ্টের ১৩ তারিখ থেকে আমি ক্রিকেটে ফিরব।এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ডমেস্টিক ক্রিকেট খেলতে পারব। অনেক ভালো লাগছে এই ভেবে আমি আবার ক্রিকেট মাঠে যেতে পারবো, মন খুলে খেলতে পারব।ক্রিকেট যেহেতু আমার সব কিছু, ক্রিকেটকে ঘিরে আমার সব চিন্তা চেতনা

নিজের ফিটনেস ব্যপারে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, আমি খেলা শুরু করেছি প্রায় ১৬/১৭ বছর হচ্ছে। ১৩ বছর ধরে জাতীয় দলে খেলছি। ইনজুরি কিংবা আনফিটের জন্য কোন ম্যাচ মিস করিনি। মেসবাহ-উল-হক এখনও খেলছেন, ৪১ বছর বয়সেও তিনি পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন। ব্যাড হর্জ ৪৫ বছর বয়সে আইপিএল খেলছেন। এখানে ফিটনেসটা গুরুত্বপূর্ণ। আমি যদি ফিটনেসটা ধরে রাখতে পারি আমিও লম্বা সময় ধরে খেলতে পারব। আমি যেহেতু ব্যাটসম্যান আমার বেশ ভালো সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com