পছন্দ নয় ক্রিকেটারের সঙ্গে ডেটিং

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

পছন্দ নয় ক্রিকেটারের সঙ্গে ডেটিং

নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক : ক্রিকেটের কিংবদন্তী মোহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত হয়েছে ‘আজহার’ ছবি। এতে প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। প্রথমে ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম তারপর সংসার। পর্দায় এমনটা হলেও বাস্তবে তা মোটেও পছন্দ নয় নায়িকার।

সম্প্রতি নার্গিস ফাখরি জানিয়েছেন, ক্রিকেটারের সঙ্গে সংসার তো দূরের কথা বাস্তবে কোনো ক্রিকেটারকে ডেটও করতে চান না তিনি। কিন্তু ক্রিকেটার প্রতি এমন বিতৃষ্ণা কেনো এই অভিনেত্রীর?
কারণটা খুবই যুক্তিসঙ্গত। ক্রিকেটার ও অভিনেতা, দু’জনের লাইফস্টাইল প্রায় একই রকম হয়। আজ এখানে, কাল ওখানে, এই ‘হেকটিক’ জীবনে একে অন্যকে দেয়ার জন্য সময় খুব কম পান। ধীরে ধীরে জীবন থেকে প্রেম হারিয়ে যায়। কিন্তু নার্গিস এমন একজনকে চান যার উপর তিনি নির্ভর করতে পারবেন। যে মানুষটা তাকে ধরে রাখবে। সব সময় যাকে তিনি পাশে পাবেন।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com