পটেটো কিনা হলোনা স্কুলছাত্রী সুমার

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬

পটেটো কিনা হলোনা স্কুলছাত্রী সুমার

sorok

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের আকবরপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় ছয় বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমা আক্তার (৬) গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাব্বির মিয়ার মেয়ে ও আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক।

স্থানীয় ও সূত্রে জানা যায়, স্কুল থেকে ছুটি নিয়ে পটেটো চিপস কিনতে রাস্তা পার হবার সময় যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই সুমা মারা যায়।

এদিকে, শিশু নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়ি ভাংচুর করে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে দুপুরের দিকে পুনরায় যান চলাচল শুরু হয় ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com