পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক :
খালা শেখ হাসিনার আর্থিক দুর্নীতির সঙ্গে সংযোগের অভিযোগ মাথায় নিয়ে যুক্তরাজ্য সরকারের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে সিটি ও দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিপরিষদের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে তদন্তের জন্য নিজেকে সমর্পণ করেন।

 

বিষয়টি সামনে আসে যখন জানা যায়, তিনি তাঁর খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির দেওয়া বাড়িতে বসবাস করেছেন।

 

মধ্য লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট এবং হ্যাম্পস্টেডে একটি বাড়িসহ বেশ কয়েকটি সম্পত্তি শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে পেয়েছেন টিউলিপ ও তাঁর পরিবার। যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি বেশ চাপের মধ্যে ছিলেন।

 

এরপরই তাঁর বিরুদ্ধের ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়। কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, টিউলিপ সরকার থেকে পদত্যাগ করবেন। অবশেষে তিনি সরে যেতে বাধ্য হলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com