পদ্মশ্রী সম্মান নিলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

পদ্মশ্রী সম্মান নিলেন প্রিয়াঙ্কা

images

বিনোদন ডেস্ক : চলতি বছর বেশ সৌভাগ্য বয়ে এনেছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার জন্যে। বেশ কিছুদিন আগেই ঘোষণা দেয়া হয় দ্বিতীয়বারের মতো দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন দেশি গার্ল খ্যাত এ তারকা। তবে সেসব কিছুকে ছাপিয়ে আলোচনায় এখন প্রিয়াঙ্কা চোপড়ার পদ্মশ্রী সম্মাননা জয়। মঙ্গলবার এক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি  প্রণব মূখার্জী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মশ্রীর পদক তুলে দেন প্রিয়াঙ্কার হাতে। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে পদ্মশ্রী সম্মাননা হাতে ছবি দেন। তাতে ক্যাপশন দেন, সম্মানিত সুধীগন, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন পদ্মশ্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু প্রিয়াঙ্কা চোপড়াই নয় এই বছর এই পুরস্কার লাভ করেছেন দক্ষিনের সুপারস্টার রজনিকান্ত ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার মতো তারকারাও। প্রিয়াঙ্কা বর্তমানে ব্যাস্ত আছেন আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোর কাজ নিয়ে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com