পরিবর্তন হয়েছে গুগলের লোগোর

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৫

পরিবর্তন হয়েছে গুগলের লোগোর

ddfd

সুরমামেইলঃতথ্য অনুসন্ধানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গুগল এবার বিশাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে গুগলের লোগোতেও। পরিবর্তনের প্রথমেই গুগল তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘অ্যালফাবেট’ রাখে। এই অ্যালফাবেটের অধীনেই গুগলসহ অন্যান্য উদ্যোগগুলো একেকটি কোম্পানি হিসেবে পরিচালিত হবে বলে গত মাসে ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। নাম পরিবর্তনের পর গতকাল মঙ্গলবার লোগো পরিবর্তনের ঘোষণাও দিয়েছে গুগল।
১৯৯৯ সালের পর গুগলের লোগোতে এই প্রথম বড় ধরনের পরিবর্তন এল। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই গুগলের সব সেবা ও পণ্যে নতুন নকশার লোগোটির ব্যবহার দেখা যাবে।
গুগলের এক ব্লগ পোস্টে এই লোগো পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে, গত ১৭ বছরে গুগলে অনেক পরিবর্তন এসেছে। গুগলের বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে সে পরিবর্তন দৃশ্যমান। আজ আবার নতুন করে পরিবর্তন আনা হচ্ছে। গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম, অ্যাপ ও ডিভাইসের সঙ্গে মানুষের সম্পর্ক যেভাবে গড়ে উঠেছে নতুন নকশার এই লোগোটি সে বিষয়টির প্রতিফলন ঘটেছে। মানুষ যেভাবে গুগল ব্যবহার করে নতুন লোগোটি শুধু সে কথাই বলে না; বরং গুগল মানুষের জন্য যেভাবে কাজ করছে সে বিষয়টিকেও ফুটিয়ে তুলছে।

গুগলের হোমপেজে গেলে লোগো পরিবর্তনের বিষয়টি চোখে পড়বে। একটি অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে লোগো পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হচ্ছে সেখানে। পুরোনো লোগোটি মুছে নতুন লোগোটি ফুটে ওঠার বিষয়টি ডুডলে তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com