পরীক্ষা ছাড়াই শাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন যারা

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৫

পরীক্ষা ছাড়াই শাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন যারা
sabi
সুরমা মেইলঃ  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা।

তিনি বলেছেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।

এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলেও জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com