পর্নো দেখলেই ধরা খাবেন এবার

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

পর্নো দেখলেই ধরা খাবেন এবার
porn
সুরমা মেইলঃ দুঃসংবাদ আসছে পর্নো অনুরাগীদের জন্য। পর্নোগ্রাফি ছাড়া যাদের এক মিনিটও চলে না। খুব শিগগিরই নামসহ তুলে ধরা হবে আপনার দেখা সমস্ত পর্নো সাইটের ইতিহাস। এই কিছুদিন আগেই ভারতে মাত্র দুদিনের জন্য বন্ধ ছিল পর্নো সাইটগুলো। তাতেই মাথায় রক্ত ওঠে যায় অনেকের। কিন্তু যেদিন আসতে চলেছে তাতে তো বিপদ আরও বেশি।

একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিস্কার করা যেতে পারে। ধরুন, কেউ যদি আপনার ফেসবুক, ই-মেইল ও  ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, তাহলে কী এমন শক্ত কাজ যে আপনি কী কী সাইট দেখেন, সেগুলো খুঁজে পাওয়া?  এইবার ভাবুন যে, লুকিয়ে লুকিয়ে যে পর্নো সাইটগুলো আপনি এতক্ষণ দেখলেন, তা যদি  কোন সময়, কোথা থেকে এবং কতক্ষণ দেখছেন, সব তথ্য পরিসংখ্যান দিয়ে আপনার নামসহ প্রকাশ করে দেয়া হয়, তাহলে কি হবে?

সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ব্লগার ব্রেট থমাস সম্প্রতি এমনই এক প্রযুক্তি আবিষ্কার করেছেন।  তিনি জানিয়েছেন যে,  ২০১৫ সালের যেকোনো দিন থেকেই এটা চালু করা হতে পারে।  এক্ষেত্রে কোনো দেশের মানুষ সেদেশের সরকারকে দোষারোপ করতে পারবে না।

তবে এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এতদিন আপনি যে যে সাইটগুলো দেখেছেন তাতে আপাতত ধরা খাওয়ার সম্ভাবণা নেই আপনার। খুব শিগগিরই ব্রেথ থমাসের থিওরি চালু হবে। তখন যদি পর্নো সাইট ভিজিট করেন, ধরা খাওয়ার প্রশ্ন আসবে তখনই। তাই এখন থেকেই সিদ্ধান্ত নেয়া শুরু করুন, কী করবেন আপনি।  নামসহ বুক চিতিয়ে পর্নো দেখা চালিয়ে যাবেন, নাকি পুরোনো অভ্যাসটাই বদলে ফেলবেন। বিবেচনা আপনার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com