পর্ন ছবির স্যুটিংয়ে মারামারি, নায়ক-নায়িকা হাসপাতালে

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৫

পর্ন ছবির স্যুটিংয়ে মারামারি, নায়ক-নায়িকা হাসপাতালে
porn
সুরমা মেইলঃফ্রান্সের এক হাউজে চলছিল পর্ন ছবির স্যুটিং। হঠাৎই বেঁধে যায় হট্টগোল। ছবির অভিনেতা-অভিনেত্রীর মধ্যে শুরু হয় তর্কযুদ্ধ। একপর্যায়ে তা রুপ নেয় হাতাহাতিতে।
নায়িকা থাপ্পর মারেন নায়ককে। নায়কও কম যান না, পাল্টা আঘাত করেন তিনিও। এরপর ক্যামেরা হাতের সামনে পেয়ে নায়িকা ফের আঘাত করেন নায়ককে। এভাবেই চলতে থাকে মারামারি। তখন কোথায় নীল ছবি, কোথায় গায়ে শিহরণ জাগানো দৃশ্য!
পরিচালক থেকে শুরু করে স্যুটিং ইউনিটের সবাই চেষ্টা করেও পরিস্থিতি সামলাতে পারেনি। শেষ পর্যন্ত তাদের দুই জনকেই আহত অবস্থায় পাঠানো হয় হাসপাতালে। পর্ন ছবির বিছানায় শুধু পড়ে থাকে ভেঙে টুকরো হয়ে যাওয়া ক্যামেরা।
পরিচালক ঘটনার আকস্মিতায় হতবিহবল হয়ে পড়েন। তিনি বলেন, এত তাড়াতাড়ি সব ঘটে গেল যে তিনি কিছুই বুঝতে পারছেন না। মজার কথা হল, হাসপাতাল থেকে ছাড়া পেলে একই নায়ক-নায়িকা নিয়েই হবে সেই পর্ন ছবির স্যুটিং।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com