খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র আবারও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ থাকা এ কেন্দ্র থেকে পুনরায় চালু করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী ৬ জুন থেকে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সম্প্রতি সাদা পাথর পর্যটনকেন্দ্র পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এতে খেয়াঘাটগুলো কার্যত অচল হয়ে যায় এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ৩০ মে থেকে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

 

সেই সময় ইউএনওর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষে সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া স্থিতিশীল হলে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।

 

সাম্প্রতিক আবহাওয়ার উন্নতি ও পানির উচ্চতা কমে আসায় সাদা পাথর পর্যটন স্পটটি আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com