পলাতক দুই শীর্ষ মাফিয়া পাহাড় থেকে আটক

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

পলাতক দুই শীর্ষ মাফিয়া পাহাড় থেকে আটক

bankar

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পলাতক দুই শীর্ষ কোকেন মাফিয়া বসকে পাওয়া গেল পাহাড়ের এক গোপন বাঙ্কারে। বৃহস্পতিবার ইতালি পুলিশের অভিযানে এই দুই মাফিয়া ধরা পড়ে। খবর বিবিসির।

আটকরা স্থানীয়ভাবে ড্রানগেটা মাফিয়া বস হিসেবে পরিচিতি। মাফিয়া বসদের একজন গুইসেপি ফেরারো (৪৭) ১৯৯৮ সাল থেকে পলাতক। অন্যজন গুইসেপি ক্রেয়া (৩৭) ২০০৬ সাল থেকে পলাতক। তারা দুই জন রেজিও ক্যালাবাড়িয়া পাহাড়ের সবজি ক্ষেতের নিচের তৈরি বাঙ্কারে লুকিয়ে ছিল।

তাদের সেই বাঙ্কারের খোজ পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করে। তাদের বাঙ্কারে বিপুল অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। ছোট ওই বাঙ্কারে বিদ্যুতের ব্যবস্থা ছিল।

প্রসঙ্গত, ড্রানগ্রেটা মাফিয়া বসরা বিশ্বব্যাপী কোকেন ব্যবসা করে থাকে। ২০১৫ সালে ইতালি পুলিশ এই মাফিয়াদের বিলিয়ন ইউরো সমপরিমাণ সম্পদ জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com