পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে ২ দিন ছুটি ঘোষণা

প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে ২ দিন ছুটি ঘোষণা

download (2)আন্তর্জাতিক ডেস্ক : রমজানের রোজার শেষে আসছে খুশির ঈদ। সে খুশি আরও বাড়ল মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণায়। ঈদ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হল পশ্চিমবঙ্গে। আগামী বুধবার ৬ জুলাই ঈদ ও রথযাত্রা। সে উপলক্ষে এদিন তো ছুটি বটেই, তবে তার সঙ্গে যোগ হতে চলেছে আরও একটা দিন। এবার ঈদ ঠিক কবে তা নিয়ে সংশয় আছে। কেউ কেউ যেমন বলছেন বুধবারই ঈদের চাঁদ দেখা যাবে। কারও কারও আবার মত,তা গড়িয়ে যাবে বৃহস্পতিবারে। কেন্দ্র বৃহস্পতিবারই ঈদের ছুটি ঘোষণা করেছে। অর্থাৎ রাজধানী শহরে ঈদ উপলক্ষে সরকারি দফতর থেকে স্কুল-কলেজ বন্ধ বৃহস্পতিবারই। তবে সংশয় এড়াতে দুই দিনই ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ফলে ঈদ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।শুক্রবার ক্যাজুয়াল লিভ মিললে টানা পাঁচ দিন ছুটি পেতে চলেছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com