পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

images (10)সুরমা মেইল নিউজ : নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১১ জুন) সকাল ৯টায় সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের সহসমন্বয় কর্মকর্তা মো. রুহুল আমীন (৪৫) ও ভৈরবের কমলপুর এলাকার দিনমজুর সিদ্দিক সরকার (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা মোড় থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশ উপজেলার ঘোড়াশাল যাচ্ছিল। অটোরিকশাটি নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ জুটমিলের সহ-সমন্বয় কর্মকর্তা মো. রুহুল আমীন। আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান দিনমজুর সিদ্দিক সরকার। আহত আরও দুইজনের মধ্যে গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া (২৬) নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) মনজুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com