পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু

images

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গ্রাম উরসুনে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৩১ জন মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন। বন্যার তোড়ে একটি মসজিদ, বেশ কয়েকটি বাড়িঘর ও একটি সেনা চৌকি ভেসে গেছে। ওই এলাকার মেয়র মাগফিরাত শাহ্ রবিবার একথা জানিয়েছেন।

উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র লতিফুর রহমান বলেন, শনিবার রাতে শুরু হওয়া বৃষ্টিপাতে তারবেলা ড্যামে একটি নির্মাণাধীন স্থাপনার ছাদ ধসে দুজন চীনা প্রকৌশলীর মৃত্যু ও ৫ পাকিস্তানী শ্রমিক আহত হয়েছে।

বেশির ভাগ মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে অনেকেই বন্যার তোড়ে আফগানিস্তান সীমান্তের দিকে ভেসে গেছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। হেলিকপ্টারে করে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তর পাকিস্তানের আফগান সীমান্তবর্তী চিত্রাল গ্রামে, রমজান মাসের বিশেষ প্রার্থনা শবে কদরের নামাজ চলাকালীন বন্যার পানিতে প্লাবিত হয় স্থানীয় উপসনালয়। সেই সময়ে মুসল্লিরা নামাজ পড়ছিলেন।

উল্লেখ্য, এপ্রিলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বৃষ্টি এবং ভূমিধ্বসে ১২৭ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com