সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫
অবশ্য সাধ্বীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। টুইট করে তিনি জানিয়েছেন, ‘সাধ্বীর এমন বাজে প্রতিক্রিয়া বিশ্বাস করতে পারছি না৷ এঁরাই দেশকে ভাগ করে দিচ্ছেন। তার বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেয়া উচিত।’ পাশাপাশি বাকস্বাধীনতা চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দেয়ারও আর্জি জানিয়েছেন তিনি। শুধু অপর্ণাই নন, রাবিনা ট্যান্ডন ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও শাহরুখ খানের প্রতি এমন অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
সোমবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের পঞ্চাশতম জন্মদিন। বিশেষ এ দিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন কিং খান। বলেন, ‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা আর ক’দিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাব। অসহিষ্ণু হওয়াটা অত্যন্ত নির্বোধের কাজ। আমাদের মতো দেশে ধর্মনিরপেক্ষতা দেখাতে না পারার চেয়ে জঘন্য অপরাধ আর নেই।’
Design and developed by ওয়েব হোম বিডি