পাকিস্তানে খেলবে না গেইল বাহিনী

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

পাকিস্তানে খেলবে না গেইল বাহিনী

Manual3 Ad Code

images

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : প্রায় সাত বছর পর ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে খেলার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানকে হতাশই করেছে ওয়েস্ট ইন্ডিজ। আনুষ্ঠানিক কোনো সম্মতি তো দূরে থাক সফরের কোনো ম্যাচ খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

Manual5 Ad Code

তবে, আগামী সেপ্টেম্বরে নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেরই দুটি ওয়ানডে ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলার জন্য ক্যারিবীয়ানদের প্রস্তাব দিয়েছিল (পিসিবি)।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়ে বন্দু্কধারীদের হামলার শিকার হয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ কারণে পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজও আয়োজন করতে হয়েছিল।

তবে গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code