সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উপর পরমাণু হামলা চালানোর হুমকি ক্রমাগত দিয়ে চলেছে পাকিস্তান৷ উরি হামলার পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি৷ কিন্তু সে দেশের বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষেই আত্মঘাতী হবে৷
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক হাসান নিসার এ ব্যাপারে সতর্ক করেছেন তাঁর দেশের শীর্ষ নেতৃত্বকে৷ বিশ্ব রাজনীতির নিরিখে পাকিস্তানের অবস্থান ও ক্ষমতা তিনি খুব ভালই জানেন৷ আর তাই নিজের দেশকে সতর্ক করে দিয়ে তাঁর মত, ভারতের উপর পরমাণু হামলা পাকিস্তানের পক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত হবে৷ কেননা এর ফলে বিশ্ব মানচিত্র মুছে যাওয়ার সম্ভাবনা পাকিস্তানেরই৷
একেবারে পরিসংখ্যান দিয়ে নিসার পরমাণু যুদ্ধের পরিণতি বুঝিয়ে দিয়েছেন৷ কীরকম? ভারতে জনসংখ্যা ১০০ কোটিরও বেশি৷ সেখানে পাকিস্তানের জনসংখ্যা ১৮ কোটি৷ যদি পরমাণু যুদ্ধে পাকিস্তানের থেকে ভারতের চারগুণ বেশিও ক্ষতি হয়, তাহলেও ভারতে কুড়ি কোটির বেশি মানুষ বেঁচে থাকবেন৷ কিন্তু ততক্ষণে পাকিস্তান ধুয়েমুছে সাফ হয়ে যাবে৷ আর তাই তাঁর মত, এ সিদ্ধান্ত পাকিস্তান যেন না নেয়৷ বিশিষ্ট ওই রাজনৈতিক বিশেষজ্ঞ জানাচ্ছেন, পাকিস্তানে বহু অশিক্ষিত মানুষ আছেন, যাঁরা জানেনই না পরমাণু বোমা বা পরমাণু যুদ্ধ আসলে কী৷ তারাই পরমাণু যুদ্ধর জন্য তাগাদা দিচ্ছে বেশি৷ তাই তাঁর অভিমত, নিজেদের ধ্বংস এভাবে ডেকে আনার বা সেলিব্রেট করার কোনও মানে হয় না৷
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি