সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকেও সামান্য পরিবর্তন এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বড় ধরনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল অ্যাকাডেমি পরিদর্শনের পর তিনি এ কথা জানান।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, দুর্গম হাওরের আবাসিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি সুনামগঞ্জ হাওরের শিক্ষা ব্যবস্থা শিক্ষক ও কর্মকতা সংকট নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার (এসপি) আফম আনোয়ার হোসেন খান প্রমুখ।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি