পাথর শ্রমিকদের মানবেতর জীবনযাপন

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

পাথর শ্রমিকদের মানবেতর জীবনযাপন

Drik008070_510x340

সুরমা মেইলঃ পাথর উত্তোলন ও তামাবিল শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানী বন্ধ থাকায় অনেক ষ্টোন ক্রাশার বন্ধ করে দিয়েছে স্টোন ক্রাশার মালিকরা। পাশাপাশি পাথর উত্তোলণ ও তামাবিল দিয়ে পাথর আমদানী বন্ধ থাকায় পরিবহন সেক্টরের শ্রমিক ও মালিকরাও রয়েছেন দুশচিন্তায়।হাজার হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছে।

কাজ কর্ম না থাকায় কোয়ারি সংশ্লিষ্ট কয়েক সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। পাহাড়ী ঢল ও বন্যার কারণে কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শ্রমিকদের দুঃখ দুর্দশার শেষ নেই।

শ্রমিকদের ভাষ্য “ভাই আমরা শ্রমিক তাই হয়তবা আমাদের কথা কেউ ভাবে না একদিকে নুন আনতে পানতা ফুরায়, অন্যদিকে দারিদ্র্যতাকে জয় করতে সারা বছরই আমাদের প্রাণপন লড়াই চালিয়ে যেতে হয়।“

এ অবস্থা থেকে মুক্তির লক্ষে দ্রুত পদক্ষেপের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছে জাফলং ও বিছনাকান্দির দরিদ্র নিপীড়িত এ পাথর শ্রমিকেরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com