পানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস বিক্রি, আটক ৩

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

পানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস বিক্রি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : পানসী রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখায় মরা গরুর মাংস এনে রান্না করার অভিযোগে রেস্টুরেন্টের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টায় তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে এই ৩ জনের নাম জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুর মাংস কিনে আনে পানসী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এরপর তা রান্না করে বিক্রি করার চেষ্টা করা হয়েছিলো। এ বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা পুলিশকে জানায়।

 

পরে সদর থানা পুলিশ পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে নিয়ে আসে।

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘মরা গরুর মাংস রান্না করা খাবার বিক্রির চেষ্টার অভিযোগে পানসী রেস্টুরেন্টের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com