পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ২, ২০১৬

পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

downloadসুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে আপন দু’ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০১ মে) বিকেলে ইউনিয়নের দামোধরতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দামোধরতী গ্রামের প্রবাসী তোজিবুর রহমানের কন্যা হালিমা (৮), ছেলে সাজিদুর রহমান (৬) ও মাহমুদপুর গ্রামের গাড়ি চালক জহির মিয়ার ছেলে সাহেদ মিয়া (৯)।

স্থানীয় সূত্র জানায়- নিহতদের মধ্যে সাহেদ মিয়া দামোধরতী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে পরিবারের লোকজনের অজান্তে  তারা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মাঠে খেলতে যায়। সেখানে খেলতে খেলতে এক পর্যায়ে মাঠের পাশে ডোবায় পড়ে গেলে তাদের মৃত্যু হয়।

পরে বিকেলের দিকে পরিবারের লোকজন শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে পাশের মাঠের ডোবার পানিতে শিশুদের লাশ দেখতে পান তারা। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন শিশুদের লাশ ৩টি উদ্ধার করে পুলিশে খবর দেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডোবার পানিতে পড়ে দু’ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com