পার্টিতে এ কী করলেন সোনমের প্রমিক!

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

পার্টিতে এ কী করলেন সোনমের প্রমিক!

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: আনন্দ আহুজার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সোনম কাপুর- এ বিষয়টি অনেকেই নিশ্চিত। অনেক দিন ধরেই চলছে সোনম গোপনে প্রেম করে বেড়াছিলেন সোনম কাপুর। প্রথমে তা স্বীকার করতে চাইতেন না নায়িকা।

তবে যখন বুঝতে পারলেন সম্পর্কটা নিয়ে আর কিছু লুকিয়ে রাখার নেই, তখন একটু একটু করে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, কার সঙ্গে চলছে তার প্রেমের খেলা।

Manual2 Ad Code

ধীরে ধীরে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো উপচে পড়তে লাগল তার আর আনন্দের নানা মুহূর্তে। কখনো তা ছবি হয়ে, কখনো ভিডিও হয়ে। এবার সেই তালিকায় সংযোজিত হলো আরো একটি ভিডিও। যা নায়িকাকে লুকিয়ে তুলেছেন তার বয়ফ্রেন্ড আনন্দ আহুজা। হঠাৎ নায়িকাকে লুকিয়ে ভিডিও তোলার প্রয়োজন পড়ল কেন?

Manual2 Ad Code

সোনম আর আনন্দ গিয়েছিলেন এক ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে। সেখানে হাজির ছিলেন ‘আয়শা’ ছবিতে সোনমের সহঅভিনেত্রী ইরা দুবে। তিনি কিনা আবার সোনমের ঘনিষ্ঠ বন্ধুও। ফলে দুই বন্ধু মিলে ভালোই হই হুল্লোড় করলেন পার্টিতে। সব কিছু ভুলে বেশ উন্মত্তের মতোই ধেই-ধেই করে নাচ জুড়লেন ইরা আর সোনম। আর, তাদের নাচের ফাঁকেই গোপনে টুক করে সেটা ভিডিও করে ফেললেন আনন্দ।

Manual7 Ad Code

অবশ্য, আনন্দ রীতিমতো বিশ্বস্ত এক প্রেমিক। সোনমকে না জানিয়ে সেই ভিডিও তিনি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। বরং, সেটা তিনি সারপ্রাইজ হিসেবে পাঠিয়ে দেন সোনমকে।

Manual1 Ad Code

আর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সোনম নিজেই। সঙ্গে লিখেছেন, ভালোবাসা তো ঝড়ের মতো নয় যে আসবে আর জীবনটা বদলে দেবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তেই ভালোবাসাকে খুঁজে নেয়া যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code