পালমিরায় আরেকটি প্রাচীন স্থাপনা ধ্বংস করলো আইএস

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৫

পালমিরায় আরেকটি প্রাচীন স্থাপনা ধ্বংস করলো আইএস
palmaria
সুরমা মেইলঃ সিরিয়ার প্রাচীন পালমিরা নগরীতে প্রাচীন আরেকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা।
পালমিরার মানবাধিকারকর্মী মোহাম্মদ হাসান আল-হোমসি সোমবার এএফপিকে জানান, ‘পালমিরার বিজয় তোরণ বলে পরিচিত ওই প্রাচীন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইএস।
ইউনেস্কো ঘোষিত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শনের অন্যতম এই স্থাপনাটি দুই হাজার বছর আগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই স্থাপনাটি রোমানদের বিজয় উদযাপনের অংশ হিসেবে সমাদৃত হয়ে আসছিল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিজয় তোরণ নামে ওই প্রাচীন স্থাপনাটি যে ধ্বংস করা হয়েছে বিভিন্ন সূত্র এটি নিশ্চিত করেছে।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিমও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি রয়টার্সকে বলেন, পালমিরার নিয়ন্ত্রণ পুরোপুরি আইএসের দখলে। তার ভাষায়— ‘শহরটি শেষ হয়ে গেছে’।
এর আগে পালমিরা নগরীর আরও দুটি প্রাচীন স্থাপনা ধ্বংস করে আইএস জঙ্গিরা।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে নেয় আইএস। তখনই আশংকা করা হয়েছিল— আইএস জঙ্গিরা হয়তো জাতিসংঘের বিশ্ব হেরিটেজসাইটগুলো ধ্বংস করে ফেলবে।
রোমান স্থাপত্যের নিদর্শনবাহী পালমিরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com