পালমিরা পুনর্দখলে সিরীয় সেনাবাহিনীরা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

পালমিরা পুনর্দখলে সিরীয় সেনাবাহিনীরা

palmira-220160327103607

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার প্রাচীন শহর পালমিরা পুনর্দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত বছরের মে মাসে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহাসিক স্থান পালমিরার দখল নেয় আইএস। শহরটি দখলের পর অনেক ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করে জঙ্গিরা। সিরিয়ার সেনাবাহিনী প্রকাশিত শনিবারের ছবিতে দেখা গেছে, পালমিরাতে হেলিকপ্টার ও ট্যাঙ্ক নিয়ে গোলাবর্ষণ করা হচ্ছে। যদিও তারিখ ও ছবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রোববার সকালেও পালমিরা শহরের পূর্বাংশে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে এবং ওই ঘটনায় আইএস জঙ্গিরা পালিয়ে গেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মিত্র বাহিনীয় সহায়তায় বর্তমানে পালমিরা শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, সিরিয়ার গৃহ যুদ্ধের আগে প্রতি বছর প্রায় ১লাখ ৫০ হাজার পর্যটক পালমিরা পরিদর্শনে যেতেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com