পালিয়েছে অক্টোপাস!

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

পালিয়েছে অক্টোপাস!

Octopus-550

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের একটি অ্যাকুরিয়াম থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ‘ইংকি’ নামের একটি অক্টোপাস। ধারণা করা হচ্ছে, অক্টোপাসটি এখন ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে। সমুদ্র তীরবর্তী শহর ন্যাপিয়েরের একটি অ্যাকুরিয়ামের ছোট্ট একটি ফাঁকা স্থান দিয়ে সে পালিয়ে গেছে ইংকি। অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে এটি প্রথমে মেঝেতে পিছলে পড়ে। এরপর ছয় ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে সে পালিয়ে যায়। তার ভাগ্য ভালো যে পাইপটি সমুদ্রে গিয়ে পড়েছিলো। অ্যাকুরিয়ামটির ব্যবস্থাপক রব ইয়ারাল জানান, ট্যাঙ্কের উপরের দিকে ঢাকনাটি খুব শক্ত করে লাগানো ছিলো না। আগে ওই স্থানটিতে একটু মেরামত করা হয়েছিলো। ওখান দিয়েই অক্টোপাসটি সমুদ্রে পালিয়ে যায় বলে জানান তিনি।  ইয়ারাল বলেন এটি আমাদেরকে বুঝতেও দেয়নি কিছু। পরে কর্মকর্তারা বুঝতে পারেন ইংকি কোন পথে পালিয়েছে। চলতি বছরের শুরুর দিকে ঘটনাটি ঘটলেও খবরটি গণমাধ্যমে এসেছে মঙ্গলবার। অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানায়, আকারে ইংকি ছিল একটি রাগবি বলের সমান। ইয়ারাল বলেন, অক্টোপাস যতো বড়োই হোক না কেনো তারা নিজেদেরকে খুব ছোট করে গুটিয়ে নিতে পারে। তাদের আকার হতে পারে শুধু তাদের মুখের সমান। শুধু ওই মুখই অক্টোপাসের শক্ত অংশ। ইংকি এই সুযোগটাই নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com