সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠকে ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসার পর গত রবিবার বিকেলেই তা বাস্তবায়ন করা হয়। সিলেটেও বন্ধ করে দেওয়া হয়েছে ‘পিস টিভি’র সম্প্রচার।
গত দু’দিন ধরে সিলেটের বিভিন্ন উপজেলাসমূহে ‘পিস টিভি’র পরিবর্তে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রদর্শিত হচ্ছে চ্যানেল ‘কোরআন হেদায়া’। আর সিলেট জেলার দর্শকদের জন্য ‘পিস টিভি’র পরিবর্তে এখনো নতুন চ্যানেল সম্প্রচার হচ্ছে না। সিলেট ক্যাবল সিস্টেমস লিমিটেড (এসসিএস) ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এ ব্যাপারে বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
এটিও উপজেলাতে সম্প্রচার চলমান ‘কোরআন হেদায়া’ও ‘পিস টিভি’র মতো একটি ধর্মীয় চ্যানেল। বিভিন্ন দেশে এটির সম্প্রচার রয়েছে।
এর আগে রবিবার বিকাল ৫টা ৫৫ মিনিট থেকে দেশের বিভিন্ন জেলার কেবল অপারেটররা ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। সিলেটেও একই সময়ে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
সিলেট ক্যাবল সিস্টেমস লিমিটেড (এসসিএস) ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ বলেন- তারা সরকারি সিদ্ধান্ত মোতাবেক সিলেটে পিস টিভি’র সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। সিলেট জেলার দর্শকদের জন্য ‘পিস টিভি’র স্থলে এসসিএস কর্তৃপক্ষ একটি নতুন চ্যানেল অন্তর্ভুক্ত করবে। এ ব্যাপারে পরিচালকদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি