সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫
সুরমা মেইলঃ বৃহস্পতিবার সচিবালয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন।তিনি বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, “পে-স্কেলের সুপারিশ অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করেছিলাম। এ ব্যাপারে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করব।”
তা হলে কি অনমনীয় অবস্থান থেকে সরে এসেছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো সময়ই অনমনীয় অবস্থানে ছিলাম না।’
বৈঠকে প্রকৃচির আহ্বায়ক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নতুন বেতনকাঠামো থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা সরকারের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে সরকারি চাকরিজীবীদের বঞ্চিত করার একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকতা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়।
নতুন স্কেল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়ে আসছিল। দাবি বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি