পুরস্কার পাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ!

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

পুরস্কার পাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ!

download

বিনোদন ডেস্ক : পুরস্কার পাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। তাকে আব্দুল জব্বার খান স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। আগামী সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও বৈশাখী উৎসবে এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) অনুষ্ঠানের আয়োজক। সালমান শাহ’র মা নীলা চৌধুরী উপস্থিত থেকে ছেলের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন। এমনটাই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র। এরপর স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, দেনমোহর, মায়ের অধিকার, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন, তুমি আমার, স্বপ্নের নায়ক, প্রিয়জন, স্বপ্নের পৃথিবীসহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান।

তবে তার শুরুটা ছিল অন্যরকম। আশির দশকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। এর কোনো একটি পর্বে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। আরো কয়েক বছর পর তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘পাথর সময়’ নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন।

অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’র শেষ দৃশ্যের মতোই তার জীবনের রথও থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক চারবছর পর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। যে মৃত্যু এখনো রহস্যই থেকে গেলো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com