সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
ভালো কাজের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সাজিদুল হক।
গত মাসের আইনশৃঙ্খলা রক্ষা, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন চৌকস কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার ওসি কামাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন এবং ভালো কাজের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি পুলিশ সদস্যদের সততা ও দায়িত্বশীলতার বিষয়ে সচেতন করেন এবং মন্দ কাজের জন্য কঠোর শাস্তির বিষয়টি স্মরণ করিয়ে দেন।
হবিগঞ্জ জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ভালো কাজের নিয়মিত মূল্যায়নের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
পুরস্কার পাওয়ার পর ওসি কামাল হোসেন পিপিএম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমার দায়িত্বের প্রতি যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার জন্য আমি জেলা পুলিশ প্রশাসনসহ সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’
(সুরমামেইল/এমএএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি