পুরস্কৃত হলেন নবীগঞ্জ থানার ওসি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

পুরস্কৃত হলেন নবীগঞ্জ থানার ওসি

নবীগঞ্জ প্রতিনিধি :
ভালো কাজের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

 

শনিবার (২৩ মার্চ) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সাজিদুল হক।

 

গত মাসের আইনশৃঙ্খলা রক্ষা, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন চৌকস কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার ওসি কামাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন এবং ভালো কাজের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি পুলিশ সদস্যদের সততা ও দায়িত্বশীলতার বিষয়ে সচেতন করেন এবং মন্দ কাজের জন্য কঠোর শাস্তির বিষয়টি স্মরণ করিয়ে দেন।

 

হবিগঞ্জ জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ভালো কাজের নিয়মিত মূল্যায়নের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

 

পুরস্কার পাওয়ার পর ওসি কামাল হোসেন পিপিএম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমার দায়িত্বের প্রতি যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার জন্য আমি জেলা পুলিশ প্রশাসনসহ সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com