পুরুষকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ মডেল

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

পুরুষকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ মডেল

Manual4 Ad Code

download-1বিনোদন ডেস্ক :: অনৈসলামিক আচরণ করার অভিযোগে নাইজেরিয়ার অভিনেত্রী রাহমা সাদাউকে হাউসা ভাষার চলচ্চিত্র শিল্প থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক পপ তারকাকে আলিঙ্গনের ভিডিও প্রকাশের পর এই শাস্তি।

Manual3 Ad Code

ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে। প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।

Manual3 Ad Code

ভিডিওটি প্রকাশের পরপরই মোল্লাদের কোপানলে পড়ে যান রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।

Manual2 Ad Code

এই শিল্পের বিরুদ্ধে হাউসা এবং ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠা শুরু হয়। চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

Manual1 Ad Code

সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বলেছেন, “এর আগেও আমরা সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।”

সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code