পুরুষ ভক্তদের প্যান্ট খুলিয়ে ছাড়লেন রনবীর সিং

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

পুরুষ ভক্তদের প্যান্ট খুলিয়ে ছাড়লেন রনবীর সিং

08-702x336-700x336বিনোদন ডেস্ক :: ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই উদ্ভট কিছু কাজ করে বসেন বলিউড স্টার রনবীর সিং। আর সে কারণেই ভক্তরাও তাকে পছন্দ করে। মজা, আনন্দ উদ্ভট কাজের জন্য বিখ্যাত এই অভিনেতা মুম্বাইয়ে করে বসলেন তেমনি এক কাজ। তিনি তার পুরুষ ভক্তদের প্যান্ট খুলিয়ে ছাড়লেন!

আসল ঘটনার শুরু মুম্বাই শহরতলির এক দোকানে। সেখানে রনবীর সিং প্রবেশ করার পর অনেকেই তাকে চিনতে পারেনি। পরবর্তীতে যখন তাকে চিনতে পারে ভক্তরা, তখন চারপাশ থেকে ঘিরে ধরে অটোগ্রাফের জন্য। ভক্তদের অবশ্য মোটের নিরাশ করেননি এই বলিউড তারকা। কিন্তু সেই সঙ্গে পুরুষ ভক্তদের কাছে করে বসেন এক আবদার। তিনি তার পুরুষ ভক্তদের অনুরোধ করেন সবার সামনে প্যান্ট খুলে দাড়াতে। আর পাগলাটে এই অভিনেতার পাগলাটে ভক্তরা কোন কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে দাঁড়িয়ে যান। এ সময় সেই দোকান ও তার আশে পাশে ভিড় জমে যায়। রনবীর সিং নিজেও হয়ত বিষয়টিতে খানিকটা অবাক হন। কিন্তু শেষ পর্যন্ত উচ্চ হাসি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সেখানে নিজের উপস্থিতির ইতি টানেন রনবীর সিং।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com