পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০ জন কারাগারে

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০ জন কারাগারে

images (1)সুরমা মেইল নিউজ : রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মহানগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশের চলমান এ বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১৬ জন, রাজপাড়া থানায় ৯ জন, মতিহার থানায় ৭ জন, শাহ মখদুম থানায় ৫ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

আটকদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী ও ১২ জন মাদকসেবী রয়েছে। পরে শনিবার দুপুরে আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com