পুলিশের সোর্স রুবেল গ্রেফতার

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

পুলিশের সোর্স রুবেল গ্রেফতার

Manual2 Ad Code

52935
সুরমা মেইল নিউজ : সিলেটে পুলিশের সোর্স রুবেলকে করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর কলাপাড়া ৭১-১ দুর্বার বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সোর্স রুবেলের বিরুদ্ধে ঘাষিটুলা এলাকার মোস্তফা কামাল ২রা নভেম্বর আদালতে মামলা করেছিলেন। এরপর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের কর্মকর্তারা মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া রুবেলের বিরুদ্ধে ঘাষিটুলা এলাকার রকিব মিয়া চাঁদাবাজির মামলা দায়ের করেন। রুবেলকে ৩০ হাজার টাকা না দেওয়ায় রকিব মিয়াকে মারধোর করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১৮ই ফেব্রুয়ারি রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন রকিব মিয়া।

Manual7 Ad Code

লামাবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মহিউদ্দিন খান জানিয়েছেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ সোর্স রুবেলকে খুঁজছিলো। অবশেষে বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি তাকে গ্রেফতার করা হয়।

লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব জানিয়েছেন, রুবেলের বিরুদ্ধে মোস্তাফা কামাল চাঁদাবাজির মামলা করেছিলেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা ছিল। এছাড়া রকিব নামে আরও একজন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে, চাঁদাবাজি মামলার বাদি মোস্তফা কামাল জানিয়েছেন, রুবেল শুধু চাঁদাবাজি নয়। পুলিশের দাপট দেখিয়ে সে মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। তার অপকর্মে অতিষ্ট হয়ে উঠেছিলেন স্থানীয় লোকজন। কয়েক মাস আগে তাকে এলাকায় গণধোলাই দিয়েছিল স্থানীয় জনতা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code