পুলিশ সহকর্মীর হত্যার পরও মনোবল অটুট রয়েছে : আইজিপি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

পুলিশ সহকর্মীর হত্যার পরও মনোবল অটুট রয়েছে : আইজিপি
download
সুরমা মেইল নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে সন্ত্রাসী হামলায় দু’জন সহকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের পরও প্রতিটি পুলিশ সদস্যের মনোবল দৃঢ় ও অটুট রয়েছে।
তিনি বলেন, নিহত দু’জন পুলিশ কর্মকর্তা সরকারি দায়িত্ব পালনে যে নিষ্ঠা, আন্তরিকতা ও চরম আত্মত্যাগ প্রদর্শন করেছেন তা সত্যিই বিরল।
রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ তাদের চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাদের এ অনন্য অবদান ভবিষ্যতে প্রতিটি পুলিশ সদস্যের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা দৃঢ় সংকল্প নিয়ে পেশাদারিত্বের সাথে জঙ্গিবাদ দমনসহ যে কোন পরিস্থিতি মোকাবিলায় বদ্ধপরিকর বলেও আইজিপি উল্লেখ করেন।
বিবৃতিতে পুলিশ প্রধান নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পেশাদার দুই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এসময় তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পুলিশ সদর দফতরের ওই বিবৃতিতে বলা হয়, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়।
গত ১ জুলাই শুক্রবার রাতে বন্দুকধারীদের সাথে বন্দুকযুদ্ধে দু’জন নিষ্ঠাবান অকুতোভয় বীর পুলিশ সদস্য শাহাদতবরণ করেন। তারা হচ্ছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারি কমিশনার মো: রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান।
এছাড়া, এ ঘটনায় ২০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল প্রয়োজন ও সংকটকালে জননিরাপত্তা বিধানে আত্মত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেনি বলে বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ভবিষ্যতেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান এবং যে কোনো অরাজক পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের জানমাল রক্ষায় পুলিশ অঙ্গীকারাবদ্ধ।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com