পৃথিবীকে পৃথিবীর মত চেনার আগেই পাড়ি জমাতে হল না ফেরার দেশে

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৫

পৃথিবীকে পৃথিবীর মত চেনার আগেই পাড়ি জমাতে হল না ফেরার দেশে

11230117_1144846542209988_7177464593250842501_n

সুরমা মেইলঃ মাত্র দুবছর বয়স তার । পৃথিবীকে পৃথিবীর মত চেনার আগেই পাড়ি জমাতে হল না ফেরার দেশে।

উপকূল থেকে উদ্ধার করা সিরিয়ার শিশু আয়লান কুর্দির ছবিতে তোলপাড় পুরো দুনিয়া।আর ছবির আলোকে বিশ্বজুড়ে চিত্রশিল্পীদের আঁকা কাটূন ও ছবিতে ফুটে উঠেছে যুদ্ধ আর ধ্বংসের প্রতি তীব্র ঘৃনা ও ক্ষোভ আর শিশুদের জন্য ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com