সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
স্বাস্থ্য ডেস্ক : পেটে ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব; কিন্তু বলা চলে যার পেট আছে তার পেটব্যথাও আছে। অজস্র কারণে পেটব্যথা হয়, তার মধ্যে কিছু আছে খুব সাধারণ, যেমন- গ্যাস্ট্রিক ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি। আবার অনেকগুলো আছে মারাত্মক, যেমন- ক্যান্সারের ব্যথা, প্যানক্রিয়াটাইটিস ইত্যাদি। এর মাঝামাঝি আছে আরও অনেক রোগ। বস্তুতপক্ষে পেটের ভেতর আছে আমাদের অনেক অঙ্গ, যেমন- লিভার, প্লীহা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, কিডনি, ব্লাডার, মহিলাদের জরায়ু ওভারি ইত্যাদি। এর সবগুলোতেই ব্যথা হতে পারে। পেটের ব্যথার বিষয়ে বা অন্য ব্যথাতে রোগীদের ভীতি থাকলেও ডাক্তার ব্যথাকে পজিটিভভাবে নেন। কারণ ব্যথা হচ্ছে রোগের সিগনাল বা ডেনজার সিগনাল। এ সিগনালে জানা যায় রোগীর কোন সমস্যা হয়েছে। ফলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা যায়। আর যদি ব্যথা না থাকত তাহলে তার সমস্যাটিও প্রাথমিক পর্যায়ে জানা যেত না, যেমন- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যথা হয় কম, ফলে যে কোনো রোগ অনেক বেশি জটিল অবস্থায় ধরা পড়ে। যাই হোক, আমরা সাধারণ কিছু পেটের ব্যথা নিয়ে আলোচনা করব, যা গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে আছে গলবস্নাডারের ব্যথা, লিভারের ব্যথা, এপেন্ডিকসের ব্যথা, অন্ত্রের ব্যথা, পাকস্থলীর ব্যথা, পায়ুপথের ব্যথা, প্রস্রাবের থলি ও পথের ব্যথা এবং জরায়ু ও আশপাশের বিভিন্ন অঙ্গের ব্যথা।
যাই হোক, পেটের ব্যথায় কিছু কিছু ক্ষেত্রে রোগী অথবা তার আত্মীয়স্বজনকে সবসময় খেয়াল রাখা প্রয়োজন। সেই বিষয়গুলো হচ্ছে:-
* পেটে তীব্র ব্যথা হলে, সাধারণত এটি সার্জিক্যাল ব্যথা। চিকিৎসকরা একে একটু এবডোমেন (অপঁঃব অনফড়সবহ) বলেন। এ ধরনের ব্যথা হলে দ্রুত একজন সার্জনের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এসব ক্ষেত্রে প্রায়ই অপারেশনের প্রয়োজন হয়। চিকিৎসা করাতে দেরি হলে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ‘সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়-এর মতো অবস্থা হয়।
* আরেক ধরনের পেটব্যথা হচ্ছে, ব্যথার সঙ্গে পেটে চাকাজাতীয় পদার্থের অনুভূতি হতে পারে। মনে হবে পেটের কোথাও যেন চাকা বা শক্ত কোনো পদার্থ তৈরি হয়েছে। এসব চাকা স্থির থাকতে বা নড়াচড়া করতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত একজন সার্জনের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ এটি কোনো ধরনের টিউমারের জন্য হতে পারে।
* এছাড়াও পেটব্যথার সঙ্গে মলে রক্ত, কালো মল, প্রস্রাবে রক্ত ইত্যাদি ক্ষেত্রেও সার্জারির প্রয়োজন হতে পারে।
* বয়স্কদের ক্ষেত্রে যেমন ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের নতুন কোনো পেটব্যথা শুরু হলে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে নিতে হবে।
পেটব্যথার সঙ্গে অন্য উপসর্গও দেখা দিতে পারে। যেমন- বমি, ডায়রিয়া, পেট ফুলে যাওয়া, পায়খানা বন্ধ হয়ে যাওয়া, মলে রক্ত যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এসব উপসর্গ থাকলে সমস্যা জটিল বলে ধরে নিতে হবে। একটা বিষয় আমাদের মনে রাখা জরুরি যে, পেটব্যথা কোনো রোগ নয়। রোগের উপসর্গ বা সিগনাল মাত্র। এ সিগনালের সূত্র ধরে রোগ নির্ণয় করে রোগের চিকিৎসা করা জরুরি। পেটব্যথা সেই অর্থে আমাদের জন্য মঙ্গলজনক এ জন্য যে, অপরাধী অর্থাৎ রোগকে ধরিয়ে দেয় এবং এ ধরিয়ে দেয়া যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাই পেটে ব্যথা হলে বিলম্ব না করে এর কারণ উদঘাটনের জন্য আমাদের ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ অর্থাৎ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল)
সুত্র : নিরাপদ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি