পেট্রোল পাম্পে সন্ত্রসী হামলা: সিলেটে ট্যাঙ্কলরী নিয়ে বিশাল প্রতিবাদ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

পেট্রোল পাম্পে সন্ত্রসী হামলা: সিলেটে ট্যাঙ্কলরী নিয়ে বিশাল প্রতিবাদ

সিলেট :
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের (২১৭৪) উদ্যোগে শহরতলীর পীরের বাজারে ‘মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে’ সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজীর প্রতিবাদে ট্যাঙ্কলরী নিয়ে বিশাল প্রতিবাদ র‌্যালি করেছেন শ্রমিকরা।

 

বুধবার (৩১ মে) দুপুরে দক্ষিণ সুরমা চন্ডিপুলে জমায়েত হয়ে ট্যাঙ্কলরী নিয়ে র‌্যালী সহকারে নগরীর হুমায়ুন রশীদ চত্বর, উপশহর, সোবহানীঘাট, বন্দরবাজার, শেখঘাট, রিকাবীবাজার, চৌহাট্টাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

 

এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর হাতে ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ।


।আরও পড়ুন


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মনির হোসেন, সহ সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ।

 

এছাড়াও ট্যাঙ্কলরী নিয়ে প্রতিবাদ র‌্যালীতে সিলেট বিভাগের অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে বলা হয় মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে গত ২৬ মে (শুক্রবার) আনুমানিক সকাল ৭টায় সন্ত্রাসী আহমদ উদ্দিন সাজন সহ একদল দুর্বৃত্ত চাঁদা দাবি করে হামলা করে। সন্ত্রাসী ও চাঁদাবাজরা প্রতিষ্ঠানের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে ব্যাপক তাÐব চালায় যা সিসিটিভি ক্যামেরায় প্রমাণ রয়েছে। আক্রমণকারীরা কর্মচারীদের মারপিট করে। ঘটার পর আসামিদের নাম উল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত দেখিয়ে হযরত শাহপরান রহ: থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২৮। মামলার পর আসামিগণ গত ২৮ মে রোববার জামিনে মুক্ত হয়ে এলাকায় মহড়া দেয়। এছাড়াও ওই দিন আনুমানিক ২টায় কতিপয় সন্ত্রাসীদের নিয়ে মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনের মালিকের গাড়ি সিলেট গ ১১-০০৩৩ টাকা সহ এসবিএসি ব্যাংক ইসলামপুর শাখায় যাওয়ার পথে দাসপাড়া নামক স্থানে ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে আসামীগণ মহড়া দেয়। এই অবস্থায় মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় ব্যবসা পরিচালনা করছেন। স্মারকলিপিতে তাদের জানমাল ও স্বাভাবিক কর্মজীবনের নিরাপত্তার দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে ৫ দফা দাবী উল্লেখ করা হয়। দাবীগুলো হচ্ছে- পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা ও মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হযরত শাহপরান রহ. থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাঙ্কলরী থেকে চাঁদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানানো হয়।

 

উপরোক্ত দাবীগুলো বাস্তবায়িত না হলে আগামী ৪ জুন (রোববার) ভোর ৬টা থেকে সিলেট বিভাগে পেট্রোল পাম্প, সি.এন.জি স্টেশন, এল.পি.জি, ট্যাঙ্কলরী মালিক ও শ্রমিকবৃন্দ অনির্দিষ্ট কালের কর্মবিরতী পালন করবেন।

 

(সুরমামেইল/ইএমএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com