পোপ ফ্রান্সিস মারা গেছেন

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

পোপ ফ্রান্সিস মারা গেছেন

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
না ফেরার দেশে চলে গেলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

অন্যদিকে ভ্যাটিকানের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, ‘সোমবারস্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে মারা গেছেন পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নিযুক্ত প্রথম লাতিন আমেরিকান।

Manual3 Ad Code

 

রবিবারই ইস্টার সানডে উপলক্ষে সেইন্ট পিটার স্কয়ারে সমবেত হাজারো তীর্থযাত্রীর সামনে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। এক দিন পরই চলে গেলেন পরলোকে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

প্রায় ১২ বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। দীর্ঘ এক যুগের অনেকটা সময়ই বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন তিনি।

 

তবে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সদ্য প্রয়াত পোপ। হাসপাতালে প্রায় পাঁচ সপ্তাহ চিকিৎসা নিয়ে চার্চে ফিরেছিলেন। কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হলো তাকে।

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code